অভিযান

নিবেদিতা বিশ্বাস

ভিক্ষুক নগরীর ভিক্ষুক আমি।
বাড়ী নেই আমার, কিন্তু আকাশের নিচে থাকা প্রতিটি জিনিসই আমার ভীষণ দামি।
এই ছন্দহীন পৃথিবীর পথে ক্লান্ত পথিক।
সভ্যতার উন্নতির সাথে সাথে সে বড়ই বেমানান।
নেই অট্টালিকা, নেই সম্পদ, নেই খ্যাতি।
আফশোস নেই, তাইতো করিনা অভিব্যাক্তি।
ইচ্ছে অবশ্য হানা দেয় আমার মনে।
মনে হয় ছিঁড়ে ফেলি সভ্যতার বর্বর পোশাক।
নেইকো আমার কোনো অধিকার?
বড়লোকের সমাজে কীট হয়ে থেকে যাবো কি আমি?
হে ঈশ্বর তোমার বিচারই হয়ে উঠুক ভীষণ দামি।
অপেক্ষার প্রহর গোনা শেষ করে, জেগে উঠবে আগুন।
জ্বলে যাবে সব, লক্ষ লক্ষ বড়লোক হবে নিথর।
না পারিনা, পারিনা আমি নীচ হতে-
কর্দমায় কলুষিত এই পৃথিবীতে।
আশার তারা হয়ে জ্বলে উঠতে চাই।
এগিয়ে নিতে চাই তোমাদের আশা,
মশাল হতে চাই, হতে চাই অজেয়।
সকল কলঙ্ক ম্লান করে উঠতে হবে সভ্যতার হাতিয়ার হয়ে।
চিনতে পারছো আমাকে
হে মানুষ, আমি তো তোমাদেরই স্বরূপ।

আমি আত্মা, তোমাদের মনের খাঁচার পাখি করে রেখোনা বেঁধে।
উড়তে দাও, কথা দিচ্ছি, খাঁচা ছেড়ে যাবনা, যাবনা কোথাও।
শুদ্ধ হয়ে ফিরে আসবো আমি, কারণ খাঁচার পাখি খাঁচায় মানায় জানি।
আর সভ্যতার বুক চিরে শুরু করব এক নতুন অভিযান॥

Read more

Subscribe to our newsletter to receive info about events