আমার দেশ

দেবঋষি মিত্র

বন্ধুরা সব প্রশ্ন করে, দেশ কি তোমার মনে পড়ে ?

খোকা ঘুমায়ে আঁচল তলে, দেশ যেন তার মায়ের কোলে।

রাখাল চড়ায়ে গরু ঘোড়া, তার দেশটি ঘাসেই ভরা।

রাস্তা দিয়ে বাউল হাঁটে, দেশ বুঝি তার মাঠে ঘাটে ?

স্কুলের পথে হাঁটছে খোকা, দেশ বোঝে না এতই বোকা!

ভূগোল বই এ পড়েছে সে – গন্ডী চেনে দেশ বিদেশে।

চাকরী বাবু যায় বিদেশে, প্লেনে চড়ে হাওয়ায় ভেসে।

উপর থেকে চেয়ে বলে, দেশের মাটি ছুঁলাম বলে।

সেনায়ে থাকে বীর পালোয়ান, দেশের জন্য প্রাণ বলিদান।

মন্ত্রী মশাই ভক্ত বড়ো, দেশ কে নিয়ে ঠাট্টা করো ?

দেশ বুঝি তাই তেলের শিশি, ভাঙবে তুমি যখন খুশি ?

দেশ যে সবার আপন মনে, গন্ডী সেথায় কে বা টানে ?

যেই দেশে গায়ে ঘুম পাড়ানি, রূপকথার ওই রাজা রানী ?

Read more

Subscribe to our newsletter to receive info about events