হাতে খড়ি

সোমদত্তা দেব

ছোট্ট আমার চড়াই;

খড়কুটো যা শব্দ পায়,

ওঠায় ঠোঁটের ডগায়।


কচি মুখে কথার খই,

ফুটছে দিনে রাতে;

ওই খইয়েতে গাঁথতে মালা,

খড়ি দিলাম হাতে।


প্রার্থনাতে আজকে নতুন শব্দ গেলো জুড়ে,

'মেয়ে আমার, একটু যেনো,

বাংলা লেখে, পড়ে। '

Read more

Subscribe to our newsletter to receive info about events