শুকনো প্রেম

ইন্দ্রজিৎ চৌধুরী

কবিতারা নাকি - শুকিয়ে থাকা প্রেম।
লাল-হলুদ-সাদা-গোলাপি,
গুচ্ছ-গুচ্ছ শুকনো গোলাপের মতোই।
ভালোবাসারও গন্ধ থাকে,
ঠিকই যাবে তোমার ও নাকে,
অন্ধ তুমি বুঝবে কিসে -
না-ছোঁয়া আবেগও যে
দিগন্তের ভেসে আসা প্রেম।
তাই বললাম জ্যান্ত হলে,
গন্ধ তুমি ঠিকই পাবে -
যত শুকিয়ে থাকা প্রেম।

কান্না যখন দূরত্বের মাপ,
হাসি তখন কাছে আসার ডাক।
আমার ভালো থাকার পাসপোর্ট,
খারাপ থাকার কারণ -
শুকনো তুমি প্রেম।
কবিতায়, গন্ধে -
এভাবেই ভালোবেসে,
আবার ছুঁয়ে দেখা তোমায়।

ফেলে আসা ক্ষণ আর
বদলে যাওয়া মন।
যন্ত্রনা গিলে বাঁচা,
পৃথিবীর রোজনামচায়।
কে বেশি ক্লান্ত আজ -
মানুষ না সভ্যতা?
নাকি শুকিয়ে থাকা
অজানা নাম না জানা প্রেম?

ফিরে এসো বৃষ্টিভেজা রাতে,
কবিতায়, তোমার গন্ধে মেতে থাক
অশরীরী এই মন।

ইন্দ্র
১০ই এপ্রিল ২০২৩

Read more

Subscribe to our newsletter to receive info about events